Event

event

বার্ষিক সম্মেলন-২০২৩” কোম্পানীর নিজস্ব ভবনে অনুষ্ঠিত

কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩৭ তম বার্ষিক সম্মেলন কোম্পানীর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ এন এম ফজলুল করিম মুন্সী। প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব নাছির উদ্দিন আহমেদ। চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন আহমেদ কোম্পানীর ব্যবসা উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তাকে বীমা আইন এবং আই ডি আর এর নির্দেশনা যথাযথ অনুসরণ করে কোম্পানী পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন। কোম্পানীর ভাইস চেয়ারম্যন জনাব নাছির উদ্দিন আহমেদ বীমা দাবী পরিশোধে সন্তোষ প্রকাশ করে সেবার মান আরও আধুনিক করার তাগাদা দেন। অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশের মাঝেও কোম্পানীর ব্যবসা বৃদ্ধি পাওয়াতে তিনি সবাইকে ধন্যবাদ জানান। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ এন এম ফজলুল করিম মুন্সী পরিচালনা পষদের সকল সদস্য এবং কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ দিয়ে অতীতের মত সামনের দিনগুলিতে সকলের সহযোগিতা কামনা করেন।