আরটিভি বীমা এ্যাওয়ার্ডস ২০২২
বীমা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য "আরটিভি বীমা এ্যাওয়ার্ডস ২০২২" এর সম্মানে ভূষিত হলেন মেঘনা লাইফ ও কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ -এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।
আজ ১৫ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ বীমা সেক্টরে দীর্ঘ ৩৬ বছর অবদান রাখার জন্য নিজাম উদ্দিন আহমদ -এর ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন আহমদ তাকে এই সম্মানে ভূষিত করার জন্য আরটিভি'কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৮৬ সালে কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী প্রতিষ্ঠার সময় থেকে নিজাম উদ্দিন আহমদ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। পরবর্তীতে তিনি ১৯৯০ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি এই কোম্পানিটিরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠিত পাবলিক লিমিটেড কোম্পানী দুটি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। উল্লেখ্য যে, তাঁর প্রতিষ্ঠিত এই দুটি কোম্পানীতে প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ) জনবল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছে।